কুষ্টিয়া প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকে সকাল সন্ধ্যা হরতালের উপজেলা প্রশাসনিক তৎপরতায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে। সরকারি, আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে। ব্যাংক বিভাগ ও অর্থনীতিক লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহ যথারীতি খোলা রয়েছে। এ সকল বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে থানা প্রশাসন ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠ তদারকি করছেন।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিএনপির জামাতের ডাকে সকাল সন্ধ্যা হরতালে উপজেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক পুলিশ প্রশাসন নজরে পড়ে। দূরপাল্লা ও আন্ত:জেলা বাস চলাচল না করাই সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়ভাবে অটোরিকশা, টেম্পু, সিএনজি ও ইজি বাইকে অতিরিক্ত ভাড়া দিয়ে সাধারণ মানুষ গন্তব্য যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে প্রশাসনের তৎপরতা থাকায় উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এমনকি বিএনপি-জামাতের কোথাও কোন মিছিল, মিটিং বা পিকেটিং এর সংবাদ পাওয়া যায়নি। তবে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শান্তি সমাবেশ এবং শান্তি মিছিল স্থানীয় শহর ও গ্রামে বাজারে লক্ষ্য করা গেছে।
খোকসায় বিএনপি জামাতের শান্তিপূর্ণ হরতাল পালিত
Leave a comment