কুষ্টিয়া প্রতিনিধিঃ প্রচন্ড শীতে ও কুয়াশায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা মেহেরপুরের এই অঞ্চলের মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় অসহায়, দুস্থ্য, ভবঘুরে ও গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হেলালপুর আশ্রায়ন প্রকল্পের ৩৮ ঘর বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তগীর।
এর আগে হেলালপুর আহসান প্রকল্পের বাসিন্দাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও তাদের বিভিন্ন অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন শ্রবণ করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা অতি দ্রুতই সমাধান করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য কুষ্টিয়া জেলা প্রশাসকের দেওয়া ৮’শত শীত বস্ত্র কম্বল উপজেলা নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে বিতরণ করা হয়।
খোকসায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

Leave a comment