কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের পাশে স্থানীয় মোড়াগাছা বাজারের অনুষ্ঠিত হয়।
খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা সাহেব আলী ও প্রফেসর আবুল কালাম আজাদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে ভোট করার আহবান রেখেন।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বছর বর্তমান সরকারের আমলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সরকারের দোয়া বিভিন্ন ভাতা ভোগী বিষয়গুলো তুলে ধরে সাধারণ ভোটারদের কাছে ভোট ভিক্ষার আহ্বান জানানো হয়।
আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে, আর সেই লক্ষ্যেই সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ ভোটারদের কাছে যেতে হবে। ভোটারদেরকে ভোটকেন্দ্রে নিয়ে আনার জন্য আহ্বান জানাতে হবে।
আর সেজন্যই সকলকে আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
উক্ত কর্মী সমাবেশে খোকসা ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ড থেকে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।