পাইকগাছা অফিস : পাইকগাছার গড়ইখালী বাজারে সরকারি জায়গার উপর নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী এলাকার জনৈক কামরুল ইসলাম গাইন ২০১৭-১৮ বছরে গড়ইখালী বাজারে ০৩/২০১৭-১৮ বন্দোবস্ত কেসের মাধ্যমে পিতা কেসমত গাইন এবং ০৪/২০১৭-১৮ বন্দোবস্ত কেসের মাধ্যমে ও দাদীমা মহরম বেগমের নামে ১ শতক জমি একসনা বন্দোবস্ত প্রাপ্ত হন। বন্দোবস্ত জমির উপর ইতোমধ্যে পাকা টিন সেডের ঘর নির্মাণ করা হয়েছে। এদিকে, সরকারি নীতিমালা উপেক্ষা করে বন্দোবস্ত গ্রহীতা কেসমত গাইন ও তার লোকজন বন্দোবস্ত জমির দক্ষিণ পাশের সরকারি অতিরিক্ত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক
গত রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ঘটনাস্থলে যান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেন। এ সময়ে সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও গড়ইখালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জালাল আহম্মেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু বলেন, অভিযোগ ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সকলের সহযোগিতায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।