
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দীন জুন্নুর দীর্ঘ কর্মজীবন শিক্ষকতা পেশার সফল পরিসমাপ্তি করে বিদায় নিলেন বিদ্যালয় আঙ্গিনা থেকে। গত ৩১ ডিসেম্বর অবসরজনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয় শিক্ষা পরিবার। একই সাথে ভারপ্র্প্তা প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু হানিফ দায়িত্বগ্রহণ করায় তাকেও সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অবসরজনিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দীন জুন্নুরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যশোর জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গেশ কুমার হালদার, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষন কবির আলম খান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরবিন্দ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, সহকারী শিক্ষক মোস্তফা জুবায়ের আলম।

