জন্মভূমি রিপোর্ট : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর ইসকন গল্লমারির শ্রীশ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় তিনি প্রথম বারের মতো বিভাগীয় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন মন্দির পরিদর্শনকালে বলেন আমি এই মন্দিরের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবো, বিশেষ করে মন্দিরের নিরাপত্তার জন্য প্রবেশ পথের গেট ও পাঁচিল নির্মানের জন্য বরাদ্দ দেবো। তিনি এই মন্দিরের ভূয়োসী প্রশংসা করেন এবং মন্দিরে অসংখ্য ভক্তসমাগম দেখে অভিভূত হন।
ইসকন গল্লমারির শ্রী-শ্রী রাধামাধব মন্দিরের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার ছিল শ্রীকৃষ্ণের মহাভিষেক, শ্রীকৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ। এদিন রাত সাড়ে ১০টায় নবমী তিথির শুভক্ষণে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার ছিল পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎবের শেষ দিন। এ দিন মন্দিরে নন্দোৎসব ও ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৭তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বৈদিক সাংস্কিৃতিক অনুষ্ঠান ও মহা প্রসাদের ব্যবস্থা ছিল। এই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো ভক্তদের উপস্থিতিতে রাধামাধব মন্দির পরিপূর্ণ ছিল। দুপুরের পর থেকে স্যান্ধা পর্যন্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে ভক্তদেরকে সর্বাঙ্গীণ সহযোগিতা করার জন্য মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রী গৌড়েশ^র নিমাই দাস ব্রহ্মচারী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।