গোপালগঞ্জ প্রতিনিধি : মামলা তুলে না নেওয়ার বাদীর বসতভিটার প্রায় অর্ধশত গাছ কেটে ফেলল দেবর! সোমবার (২৭ নভেম্বর)মামলার নির্ধারিত তারিখে কোর্টে হাজিরা শেষে বাড়িতে গিয়ে দুপুরে এ ঘটনা ঘটায় আসুরল মোল্লা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামে।
বাদী রূপা খানমন জানান, পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার প্রবাসী স্বামী এনামুল মোল্লার সাথে তার আপন ভাই আসরুল মোল্লার ঝগড়ার সুত্রপাত হয়। এরই জের ধরে একাধিকবার তাদের ওপর নির্যাতনসহ গাছ কেটে ফেলা ঘটনা ঘটায় আসরুল। পরবর্তীতে গত ২৯ অক্টোবর আসরুল ও তার স্ত্রী শারমিনকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় আসরুল। গত ২৭ অক্টোবর সোমবার আদালতে হাজিরা শেষে বাড়িতে ফিরে আসরুল বসতভিটার আম, পেয়ারা, নাড়িকেল, বরই, সুপারি গাছসহ প্রায় ৫০টি ফলজ গাছ কেটে ফেলে।
মঙ্গলবার সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যায়। সেখানে সাংবাদিকদের সামনেই দাম্ভিক্যের সাথে গাছকাটার কথা স্বীকার করে মামলার বাদী সদ্য সিজারিয়ানে সন্তান জন্ম দেওয়া রুপা ধেয়ে মারতে আসনে আসরুল। অকথ্য গালিগালাজ করে দেন হত্যার হুমকিও।
বাদী রুপা খানম বলেন, দেবর আসরুল অকথ্য গালিগালাজ করে এবং মারতে আসে। মামলা করা পর থেকে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। মামলা তুলে না নিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এদের ভয়ে আমি বাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছি। এখানে এলে আমাকেসহ আমার সন্তানদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে।
গাছ কাটার মামলা তুলে না নেয়ায় আবাও গাছ কাটল দেবর!
Leave a comment