জন্মভূমি রিপোর্ট : গীতিচক্র সঙ্গীত নিকেতনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার বিকেল ৪টায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক ও বাংলাদেশ বেতার খুলনার কন্ঠশিল্পী সমরেশ রায়। অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী তৃষা ব্যানার্জী। অতিথি ছিলেন ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান বেতার ব্যক্তিত্ব কবি এস এম হুসাইন বিল্লাহ, সঙ্গীত শিক্ষক ও বাংলাদেশ বেতার খুলনার সঙ্গীত প্রযোজক নারায়ন চন্দ্র রায়, লেখক -গবেষক অরবিন্দ মৃধা এবং জাতীয় কবিতা পরিষদ খুলনার সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি।
বক্তারা বলেন, সঙ্গীত আমাদের মনের ক্ষুধা মেটায়, মন প্রফুল্ল রাখে আজকের অনুষ্ঠানে আমাদের গীতিচক্র সঙ্গীত নিকেতনের সন্তানেরা ইতিহাস, ঐতিহ্য, প্রেম, প্রকৃতি, পূজা ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমাদের স্বদেশ ভাবনা ও সুস্থ সংস্কৃতি চর্চার যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে।
গীতিচক্র সঙ্গীত নিকেতনের পরিচালক বাংলাদেশ বেতার খুলনার কন্ঠশিল্পী সমরেশ রায়ের গ্রন্থনা, পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় এবং সৃৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতির সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে সংগঠনের শিল্পীরা দলীয় সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক বাংলা গান, দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত, নৃত্য ও ফোক গান পরিবেশন করেন সাত্যকি রায়, রূপ সারসী সমর রূপ, অনুষ্কা রায়,জয়া গোলদার, রিক বিশ^াস, রাজশ্রী চক্রবর্তী, মৃত্তিকা কুন্ডু, তিস্তা মোস্তাফি, দিপা ঘোষ, ইন্দ্রানী হালাদার, সৃজিতা দাস, শ্রাবন্তী বাওয়ালী, অহনা দাস, তৌষি রায়, হিরা মিস্ত্রী, প্রিয়ন্তি মন্ডল ও শুভমিতা দাস।
বক্তারা বলেন, সঙ্গীত আমাদের মনের ক্ষুধা মেটায়, মন প্রফুল্ল রাখে আজকের অনুষ্ঠানে আমাদের গীতিচক্র সঙ্গীত নিকেতনের সন্তানেরা ইতিহাস, ঐতিহ্য, প্রেম, প্রকৃতি, পূজা ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমাদের স্বদেশ ভাবনা ও সুস্থ সংস্কৃতি চর্চার যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন তা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।