আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগিকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার গুনাকরকাটি পবিত্র ওরছ ও ফাতেহা শরীফ উপলক্ষে এ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়। এরপর মেলা চলাকালে দিবারাত্র চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক ক্যাম্পের উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাঈম হাসান নয়ন, রফিক আহমেদ। সার্বিক সহযোগিতা করেন আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, মোসারাফ হোসেন, রিফাত হাসান রিপন, আব্দুর রহিম, আজহারুল ইসলাম, রাফিয়া খাতুন রিনু, মোঃ আব্দুল্লাহ, মোনায়েম হোসেন, আল মামুন, আলামিন, আব্দুস সামাদ, আব্দুর রহিম প্রমুখ। মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ওষুধ প্রদান করা হয়।