জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামের চকবাজার এলাকায় গোপনাঙ্গ কেটে অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পিকে খুনের ঘটনায় এক নারীসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়েছে।
একই রায়ে যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন মামলার রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নেচার আহমেদ।