গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের নব নিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় হলর”মে এ মত বিনিময় অনুষ্ঠান হয়। এ সময় সাংবাদিদের সহযোগিতা কামনা করে জেলাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সাংবাদিকদের তুলে ধরা বিভিন্ন অনিয়ম বিষয়ে কাজ করার প্রতুশ্র”তি দেন নব নিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।
এ সময় মেডিকেল অফিসার ডা. এসএম সাকিবুর রহমান, ডা. দিবাকর বিশ্বাস, ডা. সাদ মাহমুদ জয়, মোজাম্মেল হোসেন মুন্না, এসএম হুমাযুন কবির, নজর”ল ইসলাম, চৌধুরী হাসান মাহমুদ, একরামুল কবির, মিঠু বিশ্বাস, আজিজুর রহমান, রনি, আরিফুল হক আরিফ, কাজী মাহমুদ, মনির মোল্যা, হেমন্ত বিশ্বাসসহ জেলার অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।