গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের নব নিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
আজ বুধবার (০৮ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় হলরুমে এ মত বিনিময় অনুষ্ঠান হয়। এসময় সাংবাদিদের সহযোগীতা কামনা করে জেলাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সাংবাদিকদের তুলে ধরা বিভিন্ন অনিয়ম বিষয়ে কাজ করার প্রতুশ্রুতি দেন নব নিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।
এসময় মেডিকেল অফিসার ডা. এসএম সাকিবুর রহমান, ডা. দিবাকর বিশ্বাস, ডা. সাদ মাহমুদ জয়, রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি যমুনা টিভির প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এসএম হুমাযুন কবির, সভাপতি রপর্িোর্টাস ফোরামরে দনৈকি যায়যায়দনি পত্রকিার নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এটিএন বাংলা টিভির প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, একুশে টিভির প্রতিনিধি একরামুল কবির, দেশ টিভির প্রতিনিধি মিঠু বিশ্বাস, একাত্তর টিভির প্রতিনিধি আজিজুর রহমান, রনি, মাই টিভির আরিফুল হক আরিফ, চ্যানেল এস টিভির কাজী মাহমুদ, দৈনিক নাগরিক ভাবনা মনির মোল্যা,
দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস’সহ জেলার অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গোপলগঞ্জ নব নিযুক্ত সিভিল সার্জানের মত বিনিময় সভা
Leave a comment