জন্মভূমি ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এমএইচ খান মঞ্জু ওই এলাকার প্রায় ৫ শতাধিক দুঃস্থ অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার উলপুর বাজার সংলগ্ন এমএইচ খান ডিগ্রী কলেজ মাঠে এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী বিল্লাহ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রিপন দাড়িয়া, বিএনপি নেতা অনিক মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।