গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, জেলা বিএনপির মধ্যে কোন গ্রুপিং বা বিভক্তি নেই। বিএনপি থেকে বিচ্ছিন হয়ে যাওয়া বহিস্কৃত, পদত্যাগী, সংস্কারপন্থী তথাকথিত কিছুব্যক্তি যাদের সাথে দলের কোন সম্পর্ক নেই। তারাই পরশ্রীকাতর মানসিকতায় পতিত সৈরাচারের দোসরদের কৌশলে জনসম্মূখে এনে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা এর তিব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ডাঃ কে এম বাবর, এ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুলকবির দারা,সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।