জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড়ে অহুলা বিশ্বাস (৩৭) নামে এক নারীকে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। তার বাবার নাম রবি বিশ্বাস।
শুক্রবার গভীর রাতে ওই একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস তার ওপর এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। এর আগে দুই পক্ষের মধ্যে টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তিনটি মামলা চলমান। এরই জেরে শুক্রবার রাতে অহুলা বিশ্বাসকে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করলে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোপালগঞ্জে নারীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ
Leave a comment