গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। আজ রবিবার সকালে বিক্ষোভ মিছিলটি লঞ্চঘাট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি কবি জসীমউদ্দীন হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৌহিদুর রহমান তাজ ।
এ সময় জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিকুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মেম্বার ও সাবেক জেলা ছাত্রদলের সেক্রেটারি জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, বিএনপি নেতা শাহিদুল ইসলাম, এসএম,আজাদ হেসেন, হাফিজ শেখ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।