জন্মভূমি ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপক‚লীয় জেলাগুলোতে ঝোড়ো হওয়া ও ভারী বৃষ্টি হয়েছে। ঝোড়ো হওয়া ও বৃষ্টিতে দুর্ঘটনার শিকার হয়ে দেশের ১৩ জেলায় অন্তত ২২ জনের প্রাণ হারিয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ১৪ জেলায় ৩৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানকার স›দ্বীপ চ্যানেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউয়ে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইলে ঝড়ের কবলে পড়ে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক আসামির মৃত্যু হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
এদের মধ্যে ভোলায় চারজন, কুমিল্লায় এক পরিবারের তিনজন, নোয়াখালীতে একটি শিশু, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে দু’জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় দু’জন, সিরাজগঞ্জে ২জন এবং পটুয়াখালী, নড়াইল, বরগুনা, শরিয়তপুর ও ঢাকায় একজন করে নিহত হয়েছেন।
ভারী বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ¡াস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপক‚ল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর কয়েক ঘণ্টা আগে থেকেই ঝেড়ো হাওয়া আর ভারী বর্ষণ শুরু হয় উপক‚লের জেলাগুলোতে।
দৌলতখানে একজন নিহত: দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম জানান, ঝড়ের মধ্যে পৌর শহরে এক জন নিহত ও তিন জন আহত হয়েছে। নিহত বিবি খাদিজা (৮০) দৌলতখান পৌরসভায় মৃত গোলাম মোস্তফার স্ত্রী।
চরফ্যাশনে এক ব্যক্তির মৃত্যু: চরফ্যাশনের ইউএনও আল নোমান বলেন, চরফ্যাশনে ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে আঘাতে আলম স্বর্ণকার নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আলম উপজেলার এওয়াজপুর এলাকার বাসিন্দা।
ধনিয়ায় বৃদ্ধের মৃত্যু: ভোলা সদরের ইউএনও তৌহিদুর ইসলাম জানান, ভোলা সদরের ধনিয়ায় গাছের নিচে চাপা পড়ে মফিজল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
লালমোহনে তরুণীর মৃত্যু: লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামে জোয়ারের পানিতে ডুবে রাবেয়া বেগম (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়।
নাঙ্গলকোটে তিন জনের মৃত্যু: সোমবার ঝড়ের মধ্যে রাত ১১টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের হেসাখাল পশ্চিমপাড়ায় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- হেসাখাল পশ্চিমপাড়া গ্রামের নিজাম উদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার সাথী এবং তাদের মেয়ে শিশু নুসরাত আক্তার লিজা (৪)।
নোয়াখালীতে শিশুর মৃত্যু: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় গাছচাপায় স্নেহা (১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আমেনা বেগম (২৫) আহত হয়েছেন।
সিরাজগঞ্জে মা-ছেলের মৃত্যু: ঝড়ের সময় সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর একটি খালে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝামাঝি এলাকার খালে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন– উপজেলার পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) এবং তার ছেলে আরাফাত হোসেন (২)।
পটুয়াখালীতে একজনের মৃত্যু: পটুয়াখালীতে ঝড়ের মধ্যে নোঙর করা ইটভর্তি একটি ট্রলার ডুবে যায়। এতে নূর ইসলাম (৪০) নামে নিখোঁজ এক ব্যক্তি নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
টুঙ্গিপাড়ায় দুই নারীর মৃত্যু: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ কাহনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে রাতে ঝড়ের মধ্যে গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন-পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) এবং বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)। অন্যদিকে ঝড়ের সময় রুমিছা ঘরে শুয়েছিলেন। হঠাৎ গাছ ভেঙে ঘরে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইলে নারীর মৃত্যু: ঘূর্ণিঝড় উপক‚লে পৌঁছানোর আগেই দুপুরে ঝেড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে নড়াইলের লোহাগড়ায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বরগুনায় বৃদ্ধার মৃত্যু: বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাÐবে গাছের নিচে চাপা পড়ে শতবর্ষী এক বৃদ্ধার প্রাণ গেছে। সোমবার রাত সাড় ৮টার দিকে উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে উপজেলা ইউএনও কাওসার হোসেন জানান।
হাজারীবাগে দেয়াল ধসে রিকশাচালকের মৃত্যু: সোমবার সন্ধ্যায় জিগাতলার মনেশ্বর রোডে সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আর ঝড়ের মধ্যে ঢাকার হাজারীবাগে দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক।
শরীয়তপুরে বৃদ্ধার মৃত্যু: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় ঘরে গাছ পড়ে শরীয়তপুরের জাজিরায় শাফিয়া খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে গেল ৩৩ প্রাণ
Leave a comment