জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে চাঁদাবাজি এবং শ্লীলতাহানীর পৃথক দুই মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলাগুলো কামরাঙ্গীরচর থানায় দায়ের করা হয়েছে। এছাড়া তাকে চকবাজার থানার একটি হত্যা চেষ্টা মামলায়ও গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) সকালে তাকে ঢাকার আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তারা তার ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এই তথ্য নিশ্চিত করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান, কামরুল ইসলাম চাঁদাবাজি করার উদ্দেশ্যে একটি ক্যাবল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে তিনি ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধর করেন এবং বাসায় ভাঙচুর চালান। এরপর ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, আজই লালবাগ থানায় করা একটি মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (রাডো সিরাজ)কে গ্রেফতার করা হয়েছে।
তবে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
চাঁদাবাজি-শ্লীলতাহানীর দুই মামলায় কামরুল ৪ দিনের রিমান্ডে
Leave a comment