সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিমকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার(১৬অক্টোবর)বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল স্বাক্ষরিত একটি লিখিত পত্রের মাধ্যমে জানাগেছে,বিদ্যালয়ের নীতিমালা পরিপন্থী বিভিন্ন কার্যাবলী ( আর্থিক ও প্রশাসনিক), ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা,ব্যর্থতা,অবাধ্যতা এবং ম্যানেজিং কমিটিকে চরমভাবে অবমাননা করার কারণে ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা-২০০৯ এর ৪৬ ধারার ৬ এর উপধারা অনুযায়ী সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির ১২ তম সভায় সর্ব সম্মতিক্রমে সাময়িক এ বরখাস্তাদেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম এর বিরুদ্ধে অনিয়ম দূনীতির অভিযোগ এনে ইতিপূর্বে বিদ্যাপীঠের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম মঙ্গলবার সন্ধ্যায় সেলফোনে সাময়িক বরখাস্তের বিষয়টি লোকমুখে শুনেছেন বলে স্বিকার করেন। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে সোমবার বিকেলে সভাপতি সহ কয়েকজন ম্যানেজিং কমিটির সদস্য মিটিং দেখিয়ে আমার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়। যার কোন ভিত্তি নেই। আমি ছুটিতে ঢাকায় আসলে হঠাৎ পূর্বনির্ধারিত কোন সভা আহবান না করে এক তরফা ভাবে সভাপতি আব্দুল লতিফ মোড়ল বহিষ্কারের মত সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি জানান,বিদ্যালয়ে কয়েকটি চতুর্থ শ্রেনীর কর্মচারী পদে নিয়োগ সভাপতি তার নিজের মত করে নিতে চান। এনিয়ে সভাপতির সাখে তার (প্রধান শিক্ষকের) মতবিরোধ চলে আসছে এমন বিষয়টি জানান প্রধান শিক্ষক। তবে তাকে সাময়িক বহিস্কার বেআইনি বলে দাবী করেন প্রধান শিক্ষক।