বিজ্ঞপ্তি : আশি বছরের বৃদ্ধ কবি রাধাপদ সরকারের উপর বর্বরোচিত হামলা-নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে খুলনা রাইটার্স ক্লাবের আয়োজনে খুলনা প্রেসক্লাব চত্ত্বরে বৃহস্পতিবার বিকাল চারটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কবি-সাহিত্যিক-শিল্পী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন।
খুলনা রাইটার্স ক্লাবের সভাপতি কবি ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং কবি শেখ হিরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কবি বেনজির আহমেদ জুয়েল, অধ্যাপক তারক চাদ ঢালী, মিনা মিজানুর রহমান, অরবিন্দ মৃধা, কাজল ইসলাম, মিজানুর রহমান বাবু, মুনির চৌধুরী সোহেল, প্রভাষক মনিরুজ্জামান মোড়ল, লুৎফুন্নাহার পলাশী, নাজমুল তারেক, সালমানুল মেহেদী মুকুট প্রমুখ।
এছাড়া খুলনা রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্যিক ডিকে মন্ডল, লেখক ও অধ্যাপক সুরঞ্জন রায়, কবি নজরুল খন্দকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন।