
বিজ্ঞপ্তি : ইসলামী আন্দেলন বাংলাদেশ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্দ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং সংখানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী ২৭ অক্টোবর বিক্ষোভ মিছিল সাফলের লক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪টায় চালনা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে চালনা পৌরসভা কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা সভাপতি আবু দাউদ হোসেনের সভাপতিত্বে মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান। অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, পৌরসভা সহ-সভাপতি মুফতি মোঃ ফেরদাউস, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মোঃ বিলাল হোসাইন, মাওলানা খালেদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা তোফায়েল, সবেদ আলী সরদার, মাওলানা রাকিব, বাবর আলী, মুফতি ইউনুস আহমাদ প্রমুখ। সভায় বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।