জন্মভূমি ডেস্ক : সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের দাম কেজি প্রতি বেড়েছে ৭ থেকে ৮ টাকা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের হাজী জয়নাল আবেদীন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৬৫ টাকা। ব্যবসায়ীরা জানান, এই সপ্তাহে ৭২ টাকা কেজি দরে চাল কিনেছেন তারা। ফলে খুচরা ৭৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
দাম বেড়েছে আটাশ চালের। ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া চাল এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি দরে।
মোটা চালের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গুটি চাল ৫৫ টাকা। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২-৩ টাকা হারে বেশি।
কেজিতে ৫ টাকা বেড়ে নাজিরসাইল এই সপ্তাহে ৮০ টাকা। হাইব্রিড ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল বিক্রেতা মহিন উদ্দিন ভুইয়া ঢাকা মেইলকে বলেন, চালের দাম আরও একটু বাড়তে পারে। আগামী সপ্তাহে মিনিকেট, আটাশ—সব চালের দাম আরও একটু বাড়তে পারে।
চালের বাজার চড়া
Leave a comment