জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটে চিতলমারীতে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক লুটে নিয়েছে ছিনতাইকারীরা। আজ শনিবার (৩১ আগস্ট) ভোরে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের কুশি মাষ্টারের বাগান সংলগ্ন খালের চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার মোল্লা বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ আগস্ট) রাতে বাগেরহাট শহরের বড় বাজার থেকে যাত্রী নিয়ে চিতলমারীর উদ্দেশ্যে রওনা করেন ইজিবাইক চালক আনোয়ার মোল্লা ওরফে আনো। অনেক রাত হয়ে যাওয়ার পরেও আনোয়ার বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে আনোয়ারের ইজিবাইকে লাগানো মটোলক (লোকেশন ট্রাকার) ডিভাইস-এর মাধ্যমে ইজিবাইকটির অবস্থান জানা যায়। মটোলক ডিভাইসের টেকনিশিয়ান এনামুল আহসান তিতাশ, আয়োরের ভাই দেলোয়ার মোল্লা (৪১) সহ কয়েকজন পুলিশের সহায়তায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় থেকে ইজিবাইকসহ ছিনতাইকারীদের আটক করেন। পরে এ ঘটনায় ওই রাতেই চিতলমারী থানায় ছিনতাইকারী মোঃ সজিব শেখ (২১) ও সাগর (১৯) এর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কুশির মাষ্টারের বাগান সংলগ্ন খালের চর থেকে আনোয়ার মোল্লা ওরফে আনোর মরদেহ উদ্ধার করা হয়।
আসামীরা হলেন, কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মোঃ আকরাম শেখের ছেলে মোঃ সজিব শেখ ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদার সাগর।
আয়োরের ভাই দেলোয়ার মোল্লা বলেন, ‘অনেক রাত হওয়ার পরেও যখন ফোনে পাচ্ছিলাম না। তখন আমরা মটোলক ডিভাইসের টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করি এবং পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের আটক করি। ওরা গাড়ি নিয়ে যেত আমার ভাইকে হত্যা করল কেন। আমি এই হত্যার বিচার চাই।’
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন চন্দ্র রায় বলেন, হত্যার শিকার ইজিবাইক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে এজাহার করেছেন। আসামীদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এছাড়া এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া-পরানপুর রাস্তার শ্মশানঘাটের সামনে দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাইয়ের জন্য চালক শাকিল শেখ (২৬)কে কুপিয়ে রক্তাক্ত অবস্থায ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত শাকিল শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভাইজোড়া গ্রামের মনছুর শেখের ছেলে।
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এস এম আব্দুল অদুদ বলেন, ‘পুলিশ আমাদের খবর দিলে আমরা মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’