চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীর বড় বাক গ্রামের তিন শতাধিক লোক জব্বার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টায় চিতলমারী উপজেলার ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় ও ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বড় রাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বড়বাক গ্রামের তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন। মানববন্ধনে শ্লোগান ছিল জব্বার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় ঘোষণা করা হোক। এটাই প্রধানমন্ত্রীর এবং তার সরকারের কাছে প্রার্থনা ক্ষুব্ধ জনতার। শ্লোগানে আরো বলা হয় দুর্ধর্ষ খুনী ও ইভটিজারদের বাংলার মাটিতে দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেয়া হোক।
শিবপুর ইউনিয়নের ১,২,ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসাম্মাৎ লাইজু বেগম বলেন, খুনিরা জঘন্যতম ব্যক্তি। তারা সবধরনের কুকর্মের সাথে জড়িত থাকাটাই ছিল তাদের পেশা। আমি তাদের কঠোরতম শাস্তির দাবি করি, অর্থাৎ দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেয়া হোক।