জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা থানার পুলিশ ছিল কঠোর অবস্থানে। তাই কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘবর পাওয়া যায়নি। সকাল থেকে যান চলাচল ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক। দূরপাল্লার পরিবহন গুলো ছেড়েছে। স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি এবং বেসরকারি অফিস ব্যাংক, বীমা ও এনজিও গুলো খোলা ছিল।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘জনগনের জান-মাল রক্ষার্থে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। হরতালকে কেন্দ্র করে আমরা সকাল থেকেই চিতলমারীর সর্বত্র কড়া নজরদারিতে রেখেছি।’