সাজ্জাদ, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে পুলিশের এক বিশেষ অভিযানে আইপিএল ভিত্তিক জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বড়বাড়িয়া ক্যাম্পের পুলিশ উপজেলার চিংগড়ী এলাকা অভিযান চালিয়ে মোস্তফা মার্কেটের চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিংগড়ী গ্রামের মামুন শেখ(৩১),নুরুল আমিন ওরফে ফেলু(২৫),রিয়াজুল শেখ(২০),জনি শেখ(২০),জাফর পাইক((২৫),আমিনুর শেখ(২৪), মো: ইমরান শেখ (লাবু) (২১),ফারুক শেখ (৩৮),রিপন শেখ(২৫), ফয়সাল শিকদার(২৫) ও সজিব শেখ(২৫)।
বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক সঞ্জয় মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ,এস আই এফরান হোসেন ও এ,এসআই মো: জিয়ারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আইপিএল ভিত্তিক জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।এসময় জুয়ার নগদ ৫হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।তারা অবৈধ ভাবে চিতলমারীর চরচিংগড়ী এলাকায় আইপিএল জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছিলেন।
এব্যাপারে থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
চিতলমারীতে ১১ আইপিএল জুয়াড়ি গ্রেফতার
Leave a comment