চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ১৪ ডিসেম্বর ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, ডাঃ মোঃ মামুন হাসান, মোঃ তরিকুল ইসলাম, সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা গণ, ব্যাংক কর্মকর্তা গণ, সূধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।