চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির উপর প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরনিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কর্তৃক ডুমুরিয়া থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, নরনিয়া গ্রামের মৃত গোবিন্দ প্রসাদ ঘোষের ছেলে অলোক কুমার ঘোষের সাথে একই গ্রামের মৃত শওকত আলী গোলদারের ছেলে রফিক গোলদার ও হাবিবুর রহমান গোলদারের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। এমতাবস্থায়, ঘটনার দিন অলোক ঘোষ উক্ত জমিতে বেড়া ঘিরতে থাকলে রফিক ও হাবিবুর আরও কতিপয় ব্যক্তিকে সাথে নিয়ে অলোক ঘোষের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তিনি প্রতিবাদ করলে তারা অলোক ঘোষকে লাঠি সোটা দিয়ে মারপিঠ করে। এব্যাপারে অলোক ঘোষ ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে রফিক গোলদারেরর নিকট জানতে চাইলে তিনি বলেন, মারামারির কোন ঘটনা ঘটেনি, জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়েছে।