জন্মভূমি ডেস্ক : ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজ ডিগ্রী পর্যায়ে এমপিওভুক্তি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ড. দিপু মনি, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি ও শেখ সালাউদ্দীন জুয়েল এমপিকে ধন্যবাদ জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মচারীরা। এ উপলক্ষ্যে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক অসীম ভট্রাচার্য, প্রভাষক মনিরুল হক, প্রভাষক মঞ্জুর রশিদ, প্রভাষক সেলিনা খাতুন, প্রভাষক সাগরিকা কর্মকার, প্রভাষক দেবাশীষ দেব, প্রভাষক তাপস ঘোষ প্রমুখ।