চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শনিবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে। চরম দুর্ভোগে জেলার কয়েক লাখ মানুষ। কুয়াশা কমে আসলেও হিমেল বাতাসে শীতের মাত্রা আরও একধাপ বাড়িয়ে দিচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। শনিবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের কারণে কষ্টে আছে শ্রমজীবি ও নৈশপহরীরা। জেলায় সূর্যের দেখা মিললেও মাঝারি শৈত্যপ্রবাহের কারনে স্বাভাবিক কর্মজীবন হয়ে পড়েছে দুর্বিসহ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড থাকায় তীব্র শৈত্যপ্রবাহের সাথে সাথে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।