চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় পাঁচ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে চৌগাছা থানার পুলিশ। চাঁদাবজির অভিযোগে মঙ্গলবারে রাতে উপজেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন চৌগাছা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মুজিদ, ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার ফারুখ হোসেন, পাশাপোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, ফুলসারা ইউনিয়নের আফরা ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান এবং একই ওয়ার্ডের সেক্রেটারী তোতা মিয়া।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি হাসান বলেন, একটি চাঁদাবাজির মামলায় তাদেরকে আটক করা হয়। আটকৃতদের সকলকেই আদালতে পাঠানো হয়েছে।