শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উদীচী শিল্পীগোষ্ঠীর;সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫জানুয়ারী) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদীচী চৌগাছার কার্যালয়ে দ্বি- বার্ষিক সম্মেলন শেষে এই কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শওকত মন্ডল।
কমিটি গঠন শেষে ২৫ সদস্যের কমিটি অনুমোদন করেন যশোর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান । কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বাফুফে তালিকাভূক্ত রেফারি ও ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল লিটন, অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, শিল্পী আব্দুর রহমান, ভাস্কর আতিয়ার রহমান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীন মাহবুব, সহ-সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন ও প্রভাষক অমেদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নিপুন কুমার বাপ্পী। সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছেন শিল্পী ইসমেতারা, প্রমিলা বালা, রাফেজা খানম, আক্তারুজ্জামান, মামুন শামীম আকতার লিখন, দেলোয়ার হোসেন। সদস্যরা হলেন কবি আবু জাফর, তসলিমুর রহমান, জামির হোসেন, হাফিজুর রহমান, সমরেশ বিশ্বাস, নিশা বর্মন, রনজিত কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম ও মামুন সোহেল আকতার বাবু।
এরআগে সম্মেলনে আব্দুস সালামের সভাপতিত্বে যশোর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।