চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আব্দুল মোতালেব আলী (৫৫ ) নামের এক কৃষকের ৬কাটা জমির শিম গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মোতালেব ওই এলাকার মরহুম শাহদত মন্ডলের ছেলে ও পেশায় একজন কৃষক। মঙ্গলবার (৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পেটভরা গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুল মোতালেব বলেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা মাঠের ২২কাটা জমিতে শিম চাষ করেছিলেন তিনি। প্রতিদিনের মতো সকালে তিনি ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে দেখতে পান ২২কাটার মধ্যে ৬কাটার সব গাছ কেটে ফেলা হয়েছে। ইতোমধ্যে গাছগুলো শুকাতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য শামীম রেজা বলেন, মোতালেবের সাথে কারো ঝগড়া-বিবাদের কথা শুনিনি কখনো।যে-ই এ ঘটনা ঘটাক, তার শাস্তি হওয়া দরকার।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।