চৌগাছা অফিস : যশোরের চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, রাজনীতিবৃন্দ, শিক্ষক মন্ডলীসহ স্থানে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সোববার সকাল ১১টায় উপজেলা সভা নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, ভূমি সহকারী কমিশনারের গুঞ্জন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, ফুলসারা ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিরাজুল ইসলাম, হামিদ মল্লিক, আবুল কাশেম, নুরুল কদর, মোমিনুর রহমান, মোস্তাফিজ রহমান, ইসতিয়াক আহমেদ, রিয়াসাদ ইন্তিয়াজ, হরিদাস দেবনাথ, মেহেদী হাসান, সুভাষচন্দ্র চক্রবর্তী, ফেরদৌসি খাতুন, অহিদুরজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শোকত আলী, অধ্যক্ষ আবু জাফর, শ্যামল দত্ত, এইচ এম ফিরোজ, রাহায়ন হোসেন, লাবলু রহমান, মারুপ হাসানসহ শিক্ষক মন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসকের মতবিনিময় সভা খেলাধুলা করার জন্য স্টেডিয়ামের ব্যবস্থা নেবেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সবায় মিলে একসাথে কাজ করে রাখার জন্য প্রতিশ্রুতি দেন।