চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় পানিতে ডুবেছ হোসাইন কবির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কাঁকুড়িয়া নোওদা পাড়ায় বেলা ১১টায় বাড়ির পাশের ড্রেনের গর্তে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত হোসাইন কবির হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে পাকুরিয়া নোওদাপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
মৃত হোসাইন কবিরের জামাই সোলাইমান হোসেন বলেন, শনিবার বেলা ১১টায় নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিল হোসাইন কবির। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরে তাকে বাড়ির পাশে ড্রেনে গর্তে পানির ভিতর অচেতন অবস্থা দেখতে পায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ১১.৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।