শ্যামল দত্ত, চৌগাছা: যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আলিফ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের বাসিন্দা সাগর হোসেনের ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, শিশুটি ওইদিন নিজ বাড়িতে খেলাধুলা করছিল। বাড়ির কাজে ব্যস্ত থাকা তার মায়ের অগোচরে পুকুর পাড়ে চলে যায় শিশুটি। এক পর্যায়ে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সে। এরপর শিশুটিকে না পেয়ে দীর্ঘক্ষন খোজাখুজির পর বাড়ির পাশে পুকুরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার মাসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শামসুজ্জামান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করেছেন।