চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় পৃথক অভিযান পরিচালনা করে ৭৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ৩০পিস ইয়াবাসহ ৩মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার চৌগাছা পৌরসভা, স্বরুপদাহ ও সুখপুকুরিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে নেবুর আলী (৫২), রামকৃষ্ণপুর গ্রামের ওলাদ আলীর ছেলে সজীব হোসেন (১৯) ও পৌরসভার কারিকরপাড়ার শওকত আলীর ছেলে আবু জাফর (৩৩)।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে থানার এএসআই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নেবুর আলী নামের মাদক ব্যবসায়ীর বাড়ি অভিযান চালানো হয়। এ সময় বল্লভপুর গ্রামে নিজ বাড়ির উঠান থেকে ১ কেজি গাঁজাসহ ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
একই ইউনিয়নের আরেকটি অভিযানে এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুলিয়া দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে ভোর ৫টা ১৫মিনিটে ৫৫বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। এ সময় কুলিয়া পশ্চিমপাড়ার দেলু খার ছেলে সম্রাট খা (৩২) ও দক্ষিণপাড়ার মৃত আমানত মন্ডলের ছেলে তরিকূল ইসলাম (৫০) মাদক দ্রব্য রেখে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
এদিন দুপুর দেড়টার দিকে থানার এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউনিয়নের মায়ের দোয়া কাশেম ইট ভাটার সামনে থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ সজিব হোসেনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে একইদিন বিকালে এএসআই জিতু আলী সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনে থেকে ৩০পিস ইয়াবাসহ আবু জাফরকে গ্রেফতার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, গত সোমবার ভোর থেকে বিকাল পর্যন্ত চারটি মাদকবিরোধী সফল অভিযানে মোট ২লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।