শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে উপজেলা প্রশাসন।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপের ধনীর মাধ্যমে জয় দিবসের সূচনা হয়, সূর্য যায় সাথে সাথে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬,৩০ মিঃ মুক্তি নগর স্মৃতিসৌধ ও মশিউরনগর স্মৃতি সৌধে পুষ্প পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ৯টায় বিজয় মেলা ৩ দিন ব্যাপী বিজয় মেলা শুভ উদ্বোধন। এছাড়া সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকল সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য দেন ভূমি সহকারী কমিশনারের তাসমিন জাহান, থানা তদন্ত ও সি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন ,বীর মুক্তি যোদ্ধা শওকত আলী,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওয়ালীয়ার, উপজেলা জামাত ইসলামের আমির মাওঃ গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান , সহকারী সাধারণ সম্পাদক মাস্টার কামাল আহমেদ পৌর আমির জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, উপজেলা এল জি ডি কর্মকর্তা রিয়াসাদ ইমতিয়াজ, সমবায় অফিসার অহিদুল রহমান,যুব উন্নয়ন অফিসার সুভাষচন্দ্র চক্রবর্তী বৈষম্য ছাত্র সমাজের পক্ষ থেকে রিতপ ইসলাম প্রমুখ।
একই দিনে বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন বনাম সুধী সমাজ প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি পালনে এদিন সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।