চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় কৃষি প্রণোদানা হিসাবে ৬১০৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমী বীজ ও সার প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসন অফিসার মিজানুর রহমানের সঞ্চাালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাই, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার অহিদুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান।
অনুষ্ঠানে রবি মৌসুমীতে উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টার বীজ, সরিষার বীজ, সূর্যমুখী বীজ, চিনাবাদামের বীজ, শীতকালীন পেঁয়াজের বীজ, রাসায়নিক সার, নগদ অর্থ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন জানান, চলতি রবি মৌসুমে উপজেলার ৬১০৫ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা (৩৩ শতাংশ) জমি চাষের জন৷ শীতকালীন পিয়াজের ২৫০ জন কৃষক প্রত্যেকে পিয়াজের ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার, পরিচর্যার জন্য নগদ ২হাজার আট শত টাকা, সুতালি, পলিথিনসহ কীটনাশক ঔষধ প্রদান করা হয়েছে। সারিষা বীজ ৫০০০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি বীজ ডি ও পি সার ১০ কেজি ও এম ও পি ১০ কেজি, সূর্যমুখী বীজ ২৫০ জন প্রত্যেক কৃষক ডিওপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, চিনাবাদাম ২৮০ জন কৃষক প্রত্যেকে ১০ বীজ ডিওপি ১০ কেজি, ১০ কেজি এমওপি, মুশরীর ডালের বীজ প্রত্যেকে ৩৮০ জন ৫ কেজি বীজ ১০ ডিওপি ও ৫কেজি এমও পি, মুগ ডালের বীজ ৫০ জন প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ ডিওপি ও এম ও পি ১০ কেজি কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, নাজমুল ইসলাম, বিশ্বজিৎ রায় সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।