
চৌগাছা ( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে ৪ সন্তানের জনন রাবিয়া বেগম (৪০) এক গৃহবধ মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার রাত ১০ টায় নিজ ঘরে। মৃত রাবিয়া পাশাপোল ইউনিয়নের রানিয়ালি গ্রামের আব্দুল হকের স্ত্রী।
পরিবারসুত্রে জানা যায়, ৪ সন্তানের জননী রাবিয়া বেগম সোমবার রাতে নিজ গৃহে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে বিষধর সাপে কাটলে পরেরদিন মঙ্গলবার (২ জুলাই)সকালে ৯ টায় যশোর ২৫০ শস্যা হাসপাতালে নিয়েগেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র ঢালী বলেন ঘটনাটি সকাল সাড়ে ৯টায় সাপের দংশনে রাবেয়া মৃত্যু হয়েছে জানতে পেরেছি , এর আাগে কেউ কিছু জানায়নি ।
দশপাকিয়া পুলিশ ফাড়ির আইসি আবু বক্কর বলেন সাপের দংশনে একজনের মৃত্যু হয়েছে ঘটনাটি সত্য নিশ্চিত করেন, থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।