
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় হোমিওপ্যাথিক ডাক্তার ও ফার্ফেসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে হ্যানিম্যান ডে হোমিওপ্যাথি জনক ডাক্তার স্যামিউল হ্যানিম্যানের ২৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় কামিল মাদ্রাসা হলরুমে উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার ও ফার্মেসী অ্যাসোসিয়েশন আয়োজনে আলোচনা সভা ও ইফতার মহফিলে উপজেলা হোমিওপ্যাথিক ডাক্তার ফার্মেসী অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ ইমরান হোসেন রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা হোমিওপ্যাথি ফার্মেসী মালিক সমিতি সভাপতি ডাঃ সৈয়দ মুনির হোসেন টগর। উদ্বোধক ছিলেন ডাঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা হোমিওপ্যাথি ফার্মেসী মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শামসুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক ডাঃ সাহিদুরজ্জামান (টিটো), জেলা কোষাধ্যক্ষ ডাঃ পঙ্কজ কুমার ঘোষ, ডাঃ এম এম ওয়াজেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান, ডাঃ হাফিজুর রহমান, কোষাধ্যক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, ডাঃ বিজয় পাল, ডাঃ প্রভাষক অর”ন পালসহ সকল হোমিওপ্যাথি ডাক্তার বিন্দু ছিলেন।