
যশোর অফিস
যশোরের চৌগাছায় শারজিনা বেগম (৩৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন বড় কাকুরিয়ায় বুধবার দিনগত রাত ১টার সময় মোনাজাত আলী স্ত্রী শারজিনা ঘুমিয়ে ছিল। এমন সময় অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে শারজিনা বেগম গলায় বুকে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার চিৎকারে আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্বার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে পাঠান। তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে তার পরিবারে পক্ষ থেকে কিছু জানেন না বলে জানানো হয়।