ক্রীড়া প্রতিবেদক : গত বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে যেমন নাটকীয় এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও একইরকম নাটকীয়তার দেখা মিলছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের শুরুতে যার আয়োজক দেশ পাকিস্তান। তবে দেশটিতে গিয়ে এ টুর্নামেন্টে অংশ নিবে না সে কথা ভারত সাফ জানিয়ে দিয়েছে। এরপরই সৃষ্টি হয়েছে গুমোট এক পরিবেশ, এরই ধারাবাহিকতায় পাকিস্তান থেকে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিই আইসিসি সরিয়ে নেয়ার কথা ভাবছে বলে জানা গেছে।
পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আপত্তি জানিয়েছে ভারত। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানানোয় নির্ধারিত সময়ে এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করা যায়নি। বিসিসিআই চায়, হাইব্রিড মডেলে এ টুর্নামেন্টের আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে মডেলে ভারতের ম্যাচ এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
গত বছর এশিয়া কাপও অনুষ্ঠিত হয়েছিল একই মডেলে যেখানে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায়। তবে এবার আর একই পথ অনুসরণ করতে রাজি নয় পিসিবি। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এমন সিদ্ধান্তের পর কঠোর পদক্ষেপ নিতে চলেছে পিসিবি। ঘরের মাটিতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তে অটল থাকবে পিসিবি এবং তা ভারতকে বাদ দিয়ে হলেও। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহী নয় পাকিস্তান।
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে আসার ব্যাপারে অস্বীকৃতি জানানোয় ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে পিসিবি।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান।
এদিকে প্রয়োজনে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তে পিসিবি অটল থাকতে পারবে কি না তাই এখন দেখার বিষয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আইসিসি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার অনুরোধ করেছে পিসিবিকে। যদি পিসিবি তাতে রাজি না হয় তাহলে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয়া হবে বলেও জানা গেছে।
পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি না হলে শেষ পর্যন্ত এ টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় আয়োজন করার কথা ভাবছে আইসিসি, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তাক। পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও একই খবর জানিয়েছে।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি ঘটতে চলেছে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পরই। ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে আইসিসির এই ইভেন্টটি।