
জন্মভূমি রিপোর্ট : নগরীতে ছাগলে ফসলের ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে মারপিট ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। লবণচরা মাথাভাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে শনিবার এ মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি সাকিব আহমেদ, শাকিল আহমেদ, জালী হোসেন, নার্গিস বেগম, সুমাইয়া আক্তার রিমু বাদীর প্রতিবেশী।
এলাকার জনৈক নজরুল ইসলাম তালুকদারের সাথে বাদী বড় জামাই রবিউল ইসলামে দীর্ঘ দিন যাবৎ জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত ৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে নজরুল ইসলামের একটি ছাগল রবিউল ইসলামের ফসলাদি নষ্ট করে। রবিউল ইসলাম ছাগলটি আটক নজরুলকে ছাগলটি নেয়ার জন্য খবর দিলে আসামীরা ছাগলটি নিতে এসে পূর্ব শত্রুতার জের ধরে বাদীর মেয়ে ও মেয়ের জামাইয়ের উপর ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের একপর্যায়ে আসামিরা রবিউল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। একই সময় লাঠি ও লোহার রড দিয়ে আমার ছোট জামাই সাইফুল ইসলাম মিল্টনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।
এসময় আসামিরা নগদ ৫০ হাজার ৫শ’ ৫০ টাকা এবং বাদীর মেয়ের গলার চেন নিয়ে যায়। তকন তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। লবণচরা থানার ওসি এনামুল বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক থানায় (মামলা নং-৪) শনিবার রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।