বিজ্ঞপ্তি : গুম হওয়া পরিবারের কান্না দেখলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিছুই আসে যায় না। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই খুন ও গুম করতে তাদের বুক কাঁপে না উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, জবাবদিহিতা থাকলে সরকার এধরণের ঘৃণিত অপরাধ করার সাহস পেতো না। বুধবার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সরকারের রোষানলে পড়ে যারাই খুন হয়েছেন, গুম হয়েছেন তারা সকলেই গণতন্ত্রের সৈনিক। তাদের অপরাধ ছিলো তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজপথে নেমেছিলেন। গুম-খুন করে জোর-জবরানে চিরদিন ক্ষমতায় থাকা যায় না। চলমান একদফা আন্দোলনেই বিশ্ববেহায়া সরকারের পতন হবে। গুম ও বিচার বহিভূর্ত হত্যার মত মানবতা বিরোধী হিংস্রতা স্বৈরচারী সরকারের গড়ে তোলা আইন প্রয়োগকারী সংস্থার নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এড. মনা আরো বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে বিনাভোটে ক্ষমতায় বসেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে সরকার জনগণের দাবী উপেক্ষা করে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। দেশের মানুষ এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই জনগণ ঘরে ফিরবে। আন্দোলনের জয় সুনিশ্চিত- খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন হবে। সকল গুম খুনের বিচার এদেশের মাটিতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, স ম আ রহমান, খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান প্রমূখ।
বিকেল ৪টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মৌনমিছিল সহকারে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশে চলাকালে নেতাকর্মীদের মুহুমুহু স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলটি শুরু হয়ে খুলনা কালেক্টর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই খুন-গুম করতে সরকারের বুক কাঁপে না: এড. মনা

Leave a comment