সোহেল আহমেদ, (কালিগঞ্জ) ঝিনাইদহ : প্রায় তিন লক্ষ মানুষের একমাত্র ভরসা কালিগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। জনবল, ঔষধ, বেড, ফ্যান, পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিম্নমানের খাবার এবং পরিমানে কমের কারণে ৫০ শয্যা বিশিষ্ট কালিগঞ্জ হাসপাতালটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। হাসপাতালের ভর্তি রোগী ও স্বজনরা জানান, ডাক্তারের অভাব, নার্সদের দুর্ব্যবহার, ঔষধ সংকট, অপরিষ্কার ও নিম্নমানের অল্প খাবার নানা কারণে তারা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বহির বিভাগের রোগীরা জানায়, সকাল ৮ টা থেকে টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ১০ টায় আউটডোরের টিকিট দেওয়া শুরু করা হয়। মাত্র ২ জন ডাক্তার রোগী দেখেন। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তারপর অধিকাংশ ঔষধ বাহির থেকে ক্রয় করার জন্য পরামর্শ দেওয়া হয়। কারণ হিসেবে তারা জানায় হসপিটালে ঔষধ সংকট। এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান ১৯ জন মেডিকেল অফিসারের স্থলে মাত্র ৩ জন আছে এবং ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের স্থলে মাত্র ১ জন বিশেষজ্ঞ ডাক্তার আছে। ডাক্তার সংকট তীব্রতা থাকলেও এই জনবল দিয়ে রোগীদের সাধ্য মত চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া হচ্ছ। প্রতিদিন পরিষ্কার করা হয়। তবে রোগীরা যেখানে সেখানে থুথু, খাবারের অংশবিশেষ ও ময়লা ফেলার কারণে কিছুটা অপরিষ্কার থাকতে পারে। প্রতিদিন প্রচুর পরিমাণ রোগী চিকিৎসা সেবা নিতে আসে এবং ভর্তি থাকে ওই পরিমাণ ঔষধ হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় না। তবে বরাদ্দকৃত ঔষধ যতক্ষণ থাকে ততক্ষণ রোগীদের দেওয়া হয়। তিনি জানান প্রয়োজনীয় পরিমাণ নার্স আছে। এর মধ্যে দুই একজনের ব্যবহার খারাপ হতে পারে। কেহ অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের বেড, লাইভ-ফ্যান নষ্ট হলে, দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়। ঘনঘন মনিটরিং এর কারনে খাবারের মান আগের থেকে অনেকটা ভালো অবস্থায় আছো।