জন্মভূমি রিপোর্ট : দৈনিক জন্মভূমি পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ও মহানগা যুবলীগের নবনির্বাচিত কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমির পরামর্শক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা সভাপতি চৌধুরি রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান সোহাগসহ জন্মভূমি পরিবারের সাংবাদিক ও কর্মকর্তা এবং যুবলীগের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে যুবলীগ নেতারা বলেন, খুলনায় দৈনিক জন্মভূমি স্বাধীনতার স্বপক্ষে নিরলস কাজ করে যাচ্ছে নিয়মিত। দেশের দুর্দিনেও পত্রিকাটি সোচ্চার ছিল স্বাধীনতার স্বপক্ষে। পত্রিকার প্রতিষ্ঠাতা শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু স্বাধীনতার স্বপক্ষের সোচ্চার একজন কলম সৈনিক।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে জন্মভূমি পরিবারের ওপরে আক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। খুবির নিয়োগ বাণিজ্য নিয়ে প্রতিবেদন করায় জন্মভূমির বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছিলো খুলনা বিশ^বিদ্যালয়ের তৎকালীন ভিসি সাইফুদ্দিন।
তিনি আরও বলেন, আজ তরুণ প্রজন্ম ইতিহাস ভুলতে চলছে। নগরীতে যুবলীগের দেয়ালে চিত্র অংকন ইতিহাস চর্চায় ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। ভবিষ্যতেও যুবলীগ এ ধরনের কাজ করে দেশের সেবায় মানুষের পাশে থাকবে।