ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে বারো হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুসারে মেসার্স জম জম ড্রিংকিং ওয়াটার এবং মেসার্স ইনটেক ড্রিংকিং ওয়াটারের উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধ ভাবে বিক্রয় ও বিতরন ও বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের নেতৃতে বিএসটিআই আইনে দুই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা দীপঙ্কর কুমার দত্ত দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে বাজারের মাছের বাজার, চালের দোকান, মাছের খাবারের দোকান, মনিটরিং করেন।
এসময় জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ীকে সতর্ক করেন ও জাটকা ইলিশ জব্দ করে এতিমখানাতে পাঠান এবং চালের দোকান মনিটরিং করার সময় চাল ব্যবসায়ী দোকান থেকে পালিয়ে যাওয়ার অপরাধে সহযোগিতা না করার জন্য দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বিশ্বরোড মোড়ে অবৈধ পার্কিং করে সুন্দরবন পরিবহনের একটি বাস যাত্রী নামানোর অপরাধে ৫০০ টাকা জরিমানা করেন ।
জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানাতে দান
Leave a comment