বিজ্ঞপ্তি : আহলে বাইয়েত ফাউন্ডেশন খুলনার আয়োজনে ইসলামী প্রসিদ্ধ সমাধিক্ষেত্র জান্নতুল বাক্বী ধ্বংসের একশত বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী শিক্ষাকেন্দ্রের সিমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা ও হোসাইনী মিশনের সেক্রেটারী সৈয়দ গামখার হেসেন। বক্তারা তৎকালীন আলে সউদ সরকারের এ ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা এবং সমাধি সৌধের পুন:নির্মাণের জোর দাবি জানান। আলোচনা সভা শেষে মিছিল সহকারে অংশগ্রহণকারীরা সাউথ সেন্ট্রাল রোডে একটি মানববন্ধন পালন করেন। উক্ত মানববন্ধনে মোঃ ইকবাল, ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী ও হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোত্তর্জা বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে রাজাভী জান্নাতুল বাক্বীর গুরুত্ব ও মর্যাদা তুলে ধরে বলেন, পৃথিবীর সকল স্থানে বিখ্যাত ইসলামী ব্যক্তিবর্গের মাজার সুরক্ষিত থাকলেও এমনকি বাংলাদেশেও ওলী-আউলিয়াদের মাজারে ক্ষতিসাধনের দুঃসাহস কেউ না দেখলেও জান্নাতুল বাক্বীতে অবস্থিত নবী পাক (সা.)এর আহলে বাইত, সাহাবাকেরাম ও উম্মুল মুমিমিনদের মাজার সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে যা একশত বর্ষ পূর্তি হলো। তিনি মানববন্ধন থেকে এ মাজারসমূহ পুনঃনির্মাণের জোর দাবি জানান এবং বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহবান জানান।