জন্মভূমি ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের হরতালের আগের রাত শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে আহত হয়েছেন চারজন নারী।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত ১টায় সরিষাবাড়ী স্টেশনে পৌঁছে। এর কিছুক্ষণ পরে তারাকান্দি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের ‘খ’ বগিতে ধোঁয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা। এ সময় তাদের চিৎকারে ট্রেন থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ক, খ ও গ বগির তিনটি পুড়ে যায়। এ সময় ট্রেন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে চারজন নারী যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেই ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনের তিনটি বগি আগুনে পুড়ে যায়।
কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, যেহেতু হরতাল অবরোধ আছে, সেহেতু এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।